আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২২
মনির হোসেন জীবন- রাজধানীর যাত্রাবাড়ী ও ধানমন্ডি এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা রানাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, চোর চক্রের মূলহোতা মোঃ রানা আহমেদ (২৬), মো: বাবু (২৭), রাশেদ (২৫) ও মোঃ জামাল সরদার (৫৩)। এদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্বার মূলে জব্দ করা হয়েছে। আজ দুপুরে এলিট ফোর্স র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ বুূধবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) মোঃ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে র্যাব-৩ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি ও ধানমন্ডি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা মোঃ রানা আহমেদ সহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়। র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এছাড়া তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য স্বীকার করে। এদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্বার করা হয়েছে।
মো: আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভ্যাস গতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে কতিপয় লোকজনের কাছে পরবর্তীতে ওই মোটরসাইকেল বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের জিঙ্গাসাবাদ শেষে ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে এবং এঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |