আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৫
মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা জুবায়েরসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, চোর চক্রের মূলহোতা মোঃ জুবায়ের আহমেদ (১৮), মোঃ আবুল বাশার মিয়া (১৮) ও বায়জিদ বোস্তামী (২২)।
আজ বৃহস্পতিবার র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ দল বুূধবার বিকেল ৫ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা মোঃ জুবায়ের আহমেদ সহ তিন জনকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, এসময় তাদের নিকট থেকে চোরাইকৃত দুটি মোটরসাইকেল উদ্বার করা হয়েছে।
মোঃ আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ অভ্যাস গতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ চক্রটি দেশের বিভিন্ন এলাকা চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে কতিপয় লোকজনের কাছে পরবর্তীতে মোটরসাইকেল বিক্রয় করে আসছিল।
প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীদেরকে ডিএমপি যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |