আজ বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৬
রাজধানীতে রাতের আঁধারে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ছিনতাই করা এক চক্রের দুই সক্রিয় সদস্যকে ছিনতাই করার সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ নাজমুল হাসান (২০) ও মোঃ সোহেল মিয়া (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৩:১০ ঘটিকায় ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ছিনতাই করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন জনৈক মোঃ সৈকত মিয়া (২০)। তিনি রাত আনুমানিক তিন ঘটিকার দিকে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে পৌঁছান। কোনো কিছু বুঝে উঠার আগেই তিনি দেখতে পান একটি অটোরিকশা তার সামনে এসে থামে এবং কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি স্মার্ট ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সৈকতের চিৎকার শুনে তেজগাঁও থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং নাজমুল ও সোহেলকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপর এক ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে।
থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা অটোরিকশা নিয়ে বের হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে সময় সুযোগ বুঝে দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত মোঃ নাজমুল হাসানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ছিনতাই ও ডাকাতি চেষ্টার আরো দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:10 PM |
Asr | 3:16 PM |
Magrib | 5:38 PM |
Isha | 6:57 PM |