আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫২
এস.এম.মনির হোসেন জীবন- রাজধানী বংশালের ইসলামবাগে রিকশা উল্টে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম উম্মে সালমা আক্তার (২৩)।
নিহত সালমা ইডেন মহিলা কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং রাজিয়া বেগম ছাত্রী নিবাসে থাকতেন।
নিহত উম্মে সালমা ভোলা জেলার চরফ্যাশন থানা ওমরপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।
আজ সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুরান ঢাকার বংশালের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজ ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুলিশ ও নিহতের চাচতো ভাই মো. হাসান জানান, ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন ভোলা থেকে লঞ্চযোগে এসে ঢাকা সদরঘাটে আজ ভোররাত পৌনে ৪ টার দিকে নামি। পরে আমরা একটি রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল থানা এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সেটি উল্টে গিয়ে আমার বোন সালমা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পড়ালেখা করার কারণে ইডেন মহিলা কলেজের রাজিয়া বেগম ছাত্রী নিবাসে থাকতো শিক্ষার্থী উম্মে সালমা আক্তার।
ঢামেক ওসি মো. বাচ্চু মিয়া আরও জানান, আজ ভোরে সড়ক দুর্ঘটনায় আহত একটি মেয়েকে ঢামেকে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |