আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৭
বিডি দিনকাল ডেস্ক : – বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ’র মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মো. শিপন খান।
এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জা, রোকেয়া হক রুকু, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা তপন দা, ছাত্রনেতা জাকিউল আলম সাদা, কাউসার আলম সহ প্রায় ২শতাধিক নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলন।
অবিলম্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সহ সকল নেতাকর্মীদের মুক্তি দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারী নেতাকর্মীরা ।
উল্লেখ্য গত ৭ ডিসেম্বর ২০২২ ইং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ৪৩৬ জন নেতা কর্মীদের সাথে রুহুল কবির রিজভীকে গ্র্রেফতার করে পুলিশ । সেই থেকে কারাগারে আটক রয়েছেন রিজভী আহম্মেদ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |