আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১২
মনির হোসেন জীবন- রাজধানীর যাত্রাবাড়ীতে প্রয়াত মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে দ্রুতগামী বাসের চাপায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো: রাকিব হাসান (২৮)।
পুলিশ জানিয়েছে, নিহত রাকিব ঝিনাইদহ জেলার মো. রুহুল আমিনের পুত্র। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন এবং ঠিকাদারি করতেন।
আজ শনিবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
আজ সন্ধ্যায় ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি) মো: মফিজুর আলম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর দুই টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রয়াত মপয়র হানিফ ফ্লাইওভারের ওপরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক মো: রাকিব হাসান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। প্রাথমিকভাবে আমরা তার নাম রাকিব হাসান বলে জানতে পেরেছি। পেশায় তিনি একজন ঠিকাদার ছিলেন।
পুলিশ বলছে, কি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে বা চাপা দিয়েছে সেটি এখনও জানা যায়নি। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেটি তদন্ত করছি। বাস শনাক্তে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। নিহত ব্যক্তির মাথা পুরো থেঁতলে গেছে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়।
এদিকে, যাত্রাবাড়ীর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের মামা আলাউদ্দিন জানান, আমার ভাগিনা পাঠাও চালক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর ৭/১/এ নম্বর বাসায় থাকতেন।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |