আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৪
বিডি দিনকাল ডেস্কঃ- রাজধানীতে সরকারবিরোধী দলগুলোর গণমিছিল আজ। বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ গণমিছিল করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। এই কর্মসূচিতে লাখো মানুষের সমাগম ঘটিয়ে বড় শোডাউনের প্রস্তুতি রয়েছে দলগুলোর। এনিয়ে বিএনপি নেতারা দলীয় ও সমমনা দল এবং জোটগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। যেকোনো মূল্যে শান্তিপূর্ণ বড় শোডাউনের মধ্যদিয়ে যুগপৎ আন্দোলনে গতি ফেরাতে চান দলগুলোর নেতারা। ঢাকার এই গণমিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এনিয়ে গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে আগামীদিনের কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিএনপি সরকার বিরোধী আন্দোলন করলেও আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইছে।
দলটির কেন্দ্রীয় নেতারা কারাবন্দি থাকায় আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। ছোট ছোট কর্মসূচির মধ্যদিয়ে ১০ দফার যুগপৎ আন্দোলন অগ্রসর ও বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের বিষয়বস্তুগুলো দেশের সকল জণগণের কাছে পৌঁছাতে চায় দলটি। সূত্র আরো জানায়, আজকের গণমিছিল থেকে ১১ই জানুয়ারি সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা আসতে পারে।
এদিকে আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন এলাকায় জড়ো হবেন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর আড়াই টার দিকে শুরু হবে গণমিছিলের আনুষ্ঠানিকতা। এসময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করবেন কেন্দ্রীয় নেতারা। সেখানে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ করে বক্তব্য রাখবেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। সার্বিক সহযোগিতা ও সমন্বয় করবেন ডা. এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, এডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বেনজীর আহমেদ টিটো, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, বেলাল আহমেদ, আমিরুজ্জামান খান শিমুল, হায়দার আলী লেলিন, খান রবিউল ইসলাম রবি, এডভোকেট শামসুজ্জামান সুরুজ, এডভোকেট নিপুন রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিবরা।
এ ছাড়া ১২টি স্থানে অবস্থান নেবেন বিএনপি’র নেতারা। বিভিন্ন সংগঠনের নেতারা ১২টি স্পট থেকে গণমিছিল শুরু করবেন। গণমিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হবে। গণমিছিলের সামনে থাকবে মহিলা দল। নাইটিঙ্গেল মোড় থেকে মহিলা দল গণমিছিল শুরু করবে। সেখানে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র বিলকিস জাহান শিরিন, শিরিন সুলতানা, শামা ওবায়েদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, ব্যারিস্টার রুমিন ফারহানা, নেওয়াজ হালিমা আরলী, শাম্মি আক্তার, নিলোফার চৌধুরী মনি, রাবেয়া সিরাজ, জাহানারা বেগম, অর্পনা রায় দাস। সাবেক মহিলা এমপিরাসহ সমন্বয় করবেন আহমেদ আজম খান এবং হাবিবুর রশীদ হাবিব।
এ ছাড়া একইস্থানে থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতাকর্মীরা। মিছিলে থাকবেন, আমান উল্লাহ আমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদীন ফারুক, গোলাম মোহাম্মদ সিরাজ, আমিনুল হক, নাজিম উদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, তাবিথ আউয়াল, রফিক সিকদার, কাজী রফিক, বজলুল বাসিত আঞ্জু। সমন্বয় করবেন আমিনুল হক, হায়দার আলী লেলিন। ঢাকা ব্যাংকের সামনে থাকবে ছাত্রদল। সেখানে থাকবেন, ড. আসাদুজ্জামান রিপন, আবুল খায়ের ভূঁইয়া, আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, আমিরুজ্জামান খান শিমুল, আকরামুল হাসান, আবু সাঈদ, বালুল করিম চৌধুরী আবেদ, ফজলুর রহমান খোকন। সমন্বয় করবেন ইকবাল হোসেন শ্যামল। আনন্দ ভবনের সামনে থাকবে কৃষকদল। নেতৃত্বে থাকবেন শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, জয়ন্ত কুমার কুণ্ডু, ওয়ারেস আলী মামুন, একরামুল হক বিপ্লব, হায়দার আলী লেলিন, আব্দুল মতিন, ওবায়দুল হক নাসির, শেখ শামীম, দুলাল হোসেন, মোশাররফ হোসেন। সমন্বয় করবেন দুলাল হোসেন। হকস বে’র সামনে থাকবে স্বেচ্ছাসেবক দল। নেতৃত্বে থাকবেন হাবিব উন-নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। সমন্বয় করবেন ওমর ফারুক শাফিন। ভিক্টরি হোটেল সামনে পেশাজীবী ও মুক্তিযোদ্ধা দল। নেতৃত্বে থাকবেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, এডভোকেট জায়নাল আবেদীন, এডভোকেট এ জে মোহাম্মদ আলী, এডভোকেট ফজলুর রহমান, ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক সুকমল বড়ুয়া, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভূঁঁইয়া, এডভোকেট জয়নাল আবেদীন মেজবা, কাদের গনি চৌধুরী, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সমন্বয় করবেন রবিউল ইসলাম রবি। নয়াপল্টন পার্টি অফিসের সামনে থাকবেন আফরোজা খান রীতা, মনিরুল হক চৌধুরী। সমন্বয় করবেন এডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজীর আহমেদ। কড়াই গোস্ত রেস্তোরাঁর সামনে থাকবে যুবদল। নেতৃত্বে থাকবেন বরকত উল্লাহ বুলু, এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী। সমন্বয় করবেন বেলাল আহমেদ। চায়না মার্কেটের সামনে থাকবেন ঢাকা জেলা বিএনপি- আব্দুল আউয়াল মিন্টু, বেনজির আহমেদ টিটো, খন্দকার মাশুকুর রহমান, ডা. দেওয়ান সালাউদ্দিন। সমন্বয় করবেন মশিউর রহমান বিপ্লব। জোনাকি হলের সামনে শ্রমিক দল। নেতৃত্বে থাকবেন মোহাম্মদ শাহজাহান, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, মাহাবুবুল হক নান্নু, হুমায়ুন কবির খান, ফিরোজ আহমেদ মামুন মোল্লা। সমন্বয় করবেন সালাউদ্দিন ভূঁইয়া শিশির। পল্টন থানার উল্টো দিকে মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাস। নেতৃত্বে থাকবেন, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আব্দুল বারী ড্যানী, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আব্দুল মালেক, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, মশিউর রহমান বিপ্লব, দেবাশীষ রায় মধু। সমন্বয় করবেন আমিরুজ্জামান খান শিমুল। ফকিরাপুল দৈনিক বাংলা সড়কে ঢাকা মহানগর (দক্ষিণ)। নেতৃত্বে থাকবেন এডভোকেট নিতাই রায় চৌধুরী, এডভোকেট মজিবর রহমান সরোয়ার, হারুন অর রশীদ, সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, কাজী আবুল বাশার, কাজী রওনাকুল ইসলাম টিপু, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, আ ক ম মোজাম্মেল হক। সমন্বয় করবেন কাজী রওনাকুল ইসলাম টিপু।
এদিকে বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি মিল রেখে পৃথকভাবে ঢাকা মহানগরীতে গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল গণমিছিলের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি চেয়েছেন দলটির নেতারা। ডিএমপি জানিয়েছে তাদের মিছিল করতে অনুমতি দেয়া হয়নি। রাতে জামায়াতের একটি সূত্র জানিয়েছে, প্রশাসনের অনুমতির অপেক্ষায় আছেন তারা।
১০ দফা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করার কথা রয়েছে। এলডিপি এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে বেলা ৩টায় গণমিছিল নিয়ে মালিবাগ মোড়ে যাবে। এদিকে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১ টায় সমাবেশ করে, গণমিছিল নিয়ে দৈনিক বাংলা মোড় হয়ে ফের প্রেস ক্লাবের সামনে আসার কথা রয়েছে। বিএনপি’র সমমনা ১২ দলীয় জোটের নেতারা বেলা ৩টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত গণমিছিল করবেন। ১১ দলীয় জোট বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শুরু করে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত গণমিছিল করবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
এর আগে গত ১০ই ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপি’র বিভাগীয় সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। গত ২৪শে ডিসেম্বর বিএনপিসহ জোটের দলগুলো সব বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল করেছে। ঢাকাতেও ওইদিন গণমিছিল করার কথা ছিল। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের কারণে ওইদিনের ঢাকার কর্মসূচি পিছিয়ে ৩০শে ডিসেম্বর করা হয়। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা ৩০টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় এ গণমিছিল করছে।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |