আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৯
মনির হোসেন জীবন-রাজধানীর পোস্তগোলা ব্রিজে সিএনজির সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
আজ বুধবার সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
আহতরা হলেন- মো. স্বপন (৩০), স্বপ্না ওরফে স্বর্ণা (১৭), ববি (২৭), মো. মাসুম (১৭), মোসা. নাসিমা (৪০) ও অজ্ঞাত পুরুষ এক ব্যক্তি (৪৫)।
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর দিয়ে গাড়ি ঘুরিয়ে ঢাকার দিকে আসছিলাম। এ সময় একটি সিএনজি আমার মাইক্রোবাসকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ৬ যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, এটি পোস্তগোলা ব্রিজ থেকে কেরানীগঞ্জ এলাকায় যাত্রী নিয়ে যাতায়াত করা সিএনজি ছিল।
ওসি মো, বাচ্চু মিয়া জানান, পোস্তগোলা ব্রিজে সিএনজি ও মাইক্রোবাস দুর্ঘটনায় ৬ জন যাত্রীকে গতরাতে ঢামেক হাসপাতালে এসেছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |