আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৮
মনির হোসেন জীবন -রাজধানীতে সড়ক ও ট্রেন পৃথক দুর্ঘটনায় দু’ জন নিহত হয়েছেন।
আজ সকালে ও বুধবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট সাইনবোর্ডে ফুটওভার ব্রিজের নিচে ও দক্ষিণখানের জামতলা কাঁচা বাজার রেলক্রসিং এলাকায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শরিফ খান (৩৮) ও সানি মৃধা (২০)।নিহত শরিফ পেশায় একজন মোটরসাইকেল চালক।মুন্সিগঞ্জের ইউনুস খানের পুত্র সে। বর্তমানে ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় স্ত্রী আফিয়া সায়েরা ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
এছাড়া নিহত সানি পটুয়াখালী জেলার সদর থানার মৃত আব্দুস সালামের পুত্র। চার ভাই ও এক বোনের মধ্যে সানি দ্বিতীয় ছিল। পরিবারের সাথে দক্ষিণখানের জামতলা বাজার এলাকায় থাকতেন সে।
আজ দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া পৃথক দুই জনের মৃত্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল চালিয়ে সদরঘাটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে সাদ্দাম মার্কেট সাইনবোর্ডে ফুটওভার ব্রিজের নিচে সামনে আসলে একটি মুরগী ভর্তি পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় শরিফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনার পরপরই পিকআপ চালক পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে গেছে। তবে, পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই আশরাফুল আলম।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ বিষয়টি স্বীকার করে জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর দক্ষিণখানের জামতলা কাঁচা বাজার এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে সানি মৃধা (২০) নামে এক তরুন গুরুতর আহত হয়। পরে স্হানীয় লোকজন রক্তাক্ত অবস্হায় সানিকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সানি মৃধার আত্নীয় মোহাম্মদ শাহজালাল জানান, বুধবার রাতে বাসার কাছেই রেললাইন পার হচ্ছিলেন সানি। এ সময় টঙ্গী থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার মাথায় আঘাত পান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মো. বাচ্চু মিয়া আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে।এবিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |