আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৮
নিজস্ব প্রতিবেদক- রাজধানীর পোস্তগোলা ব্রিজে যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪২) নামে এক ঠিকাদার ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত জুয়েল মাগুরা জেলার সদর থানার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার পুত্র। বর্তমানে মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন তিনি।
নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, নিহত সাইফুল ইসলাম জুয়েল রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারি কাজ করতেন। স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। গ্রাম থেকে আসা ছোট ভাইয়ের কাছ থেকে বাড়ি থেকে পাঠানো খাবার নিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
সাজ্জাদ আরও জানান, তিনি নিজেও গ্রামে থাকেন। আজ সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে রুপগঞ্জে শ্বশুর বাড়ি আসেন। সেখান থেকে বড় ভাই জুয়েলের জন্য কিছু খাবার নিয়ে আসেন। সেই খাবার নিতেই মিরপুর থেকে পোস্তগোলা ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন জুয়েল। এ সময় হঠাৎ করে গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে স্হানীয় লোকজন রক্তাক্ত অবস্হায় দ্রুত উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী ও পথচারীরা জানান, দুর্ঘটনার পরপরই গ্রীন লাইন পরিবহনের যাত্রাবাহী বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে পোস্তগোলা ব্রিজে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তারা এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |