আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৩
মনির হোসেন জীবন- রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ জসিম (৪১), মোঃ কাশেম (৪২), মোঃ শেখ ফরিদ (২৩), মোঃ কামাল হোসেন (৩৪), মোঃ ফজলে রাব্বি (২৫) ও মোঃ বাবু (২৫)।
আজ রাতে এলিট ফোর্স র্যাব-১০ এর সহকারী পরিচালক ও এএসপি (মিডিয়া) এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল বুধবার সন্ধ্যায় রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার ও যাত্রাবাড়ী থানার কাজলা ব্রীজ এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তুলার সময় ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এনায়েত কবির সোয়েব জানান, এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৯ হাজার ৮৮০ টাকা ও ২টি কাঁঠের লাঠি জব্দ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |