আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৪
বিডি দিনকাল ডেস্ক: -রোববার দিবাগত রাত ১২টার পরে রাজধানীর আসাদগেটের সিগন্যাল পার হওয়ার সময় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এইচ এম জি মোস্তফা পরাগ (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে এইচ এম জি মোস্তফা পরাগ নামে একজন নিহত হন বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। তিনি মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন। আসাদগেটের আড়ংয়ের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় নিহতের ছোট ভাই মামলা দায়ের করেছেন।।
ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |