আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৫
বিডি দিনকাল ডেস্ক: -রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে প্রজাপতি পরিবহন এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় একজনকে আটক করেছে র্যাব-১-এর গোয়েন্দা দল।
আজ সোমবার বিএনপি ও সমমনা অন্নান্ন দলের ডাকা চতুর্থ দফার অবরোধের দিনে সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আটক কৃত ব্যক্তি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক। তার নাম মামুন মজুমদার (৩৫)। এমনটা জানিয়েছেন র্যাব-১ । আটক ওই ছাত্রদল নেতা নাটোরের বড়ই গ্রাম এলাকার মো. মাহমুদ উল্লাহর ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১নং সড়কের একটি বাসায় থাকেন।
সকাল ১০টায় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব তথ্য জানান।
উত্তরা আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে আবদুল্লাহপুর টু মোহাম্মদপুরগামী যাত্রীবাহী প্রজাপতি বাসে আগুন দেওয়ার ঘটনায় এতে বাসের ছয়টি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক মুহাম্মদ মোসতাক আহমদ আরো বলেন, সকালে আবদুল্লাহপুর এলাকায় প্রজাপতি পরিবহনের বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁর সহযোগী সোহেল রানা নামের আরেকজন পালিয়ে গেছেন।
মামুন নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রল বের করে নিয়ে ওই বাসটিতে চড়েন। বাসটি আবদুল্লাহপুর এলে পেছনের সিটে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। তবে র্যাবের গোয়েন্দা দলের হাতে ধরা পড়েন তিনি। পালিয়ে যাওয়া সোহেল রানাকেও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাব-১-এর অধিনায়ক মোসতাক আহমদ।
আবদুল্লাহপুরে বাসে অগ্নিকাণ্ডে হাতেনাতে ছাত্রদল নেতা আটকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১ দায়িত্বিশীল কর্মকর্তা ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |