আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৬
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর উত্তরায় মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ (৭৪) নামের এক বৃদ্ধকে নিজ বাসার ভিতর কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ির পঞ্চম তলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বরিশাল জেলার হিজলা উপজেলার চর আবুপুর গ্রামের মৃত খামেদ আলী খানের ছেলে নিহত শামসুদ্দিন আহমেদ (৭৪) । তিনি স্ত্রী সন্তান নিয়ে ওই ভাড়া বাড়িতে বসবাস করতেন।বাড়িটির মালিক উত্তরা ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক পান্না আক্তারের।
নিহতের স্ত্রী রাশেদা বেগম তার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য সকালে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেই সময় শামসুদ্দিন আহমেদ একাই বাসায় ছিলেন। পরে হাসপাতাল থেকে দুপুরের দিকে বাসায় ফিরে রুমের দরজা খুলে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন । তখন শামসুদ্দিন আহমেদের গলায় ছুরি ঢোকানো ছিল।তাৎক্ষণিক তাঁকে দুপুর ১টা ৫০ মিনিটে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘নিহত শামসুদ্দিনের ভাতিজা তানভীরসহ দুই-তিনজন পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড গোটাতে পারেন এমন কথা বলছেন নিহত সামসুদ্দিনআহম্মেদের স্ত্রী রাশেদা বেগমে।’
সর্বশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহতের মরদেহ উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে রাখা ছিল। অপরদিকে ঘটনাস্থলের ওই বাড়িতে সিআইডি ক্রাইমসিন ইউনিট ও থানা-পুলিশ মামলা তদন্তের কাজ ও আলামত সংগ্রহ করেন।
অপরদিকে উত্তরা পশ্চিম থানা পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। আসামি ধরতে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |