আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৮
বিডি দিনকাল ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি মো: সুরুজ্জামান সুরুজ ও মো: শামীম সরকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
বুধবার বিকাল ৪:৩০ টায় উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা জানান, একটি সংঘবদ্ধ মাদকচক্র কক্সবাজার হতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। সে ইয়াবা সংগ্রহের জন্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আলাওল এভিনিউ শাখার সামনে মাদক কারবারিরা অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |