আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৭
মনির হোসেন জীবন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র দু’ সদস্যকে রাজধানীর উত্তরা ও ভাটারা থেকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
এটিইউ জানিয়েছে, আটককৃত জেএমবি সদস্যরা হলেন, গোলাম সারোয়ার রাহাত ওরফে মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন ওরফে লিটন (৪৫) ও মো: মিজানুর রহমান (৩৩)।
এটিইউ সূত্র বলছে, এদের মধ্যে জেএমবি সদস্য গোলাম সারোয়ার রাহাত ঝালকাঠি জেলার নলছিটি থানার পূর্ব বারইকরন গ্রামের মো: আব্দুর রব ওরফে রউফ তালুকদারের পুত্র। এছাড়া জেএমবি সদস্য মিজানুর দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার তেঁতুলিয়া গ্রামের মোঃ মুসলিম উদ্দিনের পুত্র।
আজ বৃহস্পতিবার পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্বে মোহাম্মদ ছানোয়ার হোসেন দুই জেএমবি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার দিবাগত মধ্যরাত ও ভোররাত ৪ টার দিকে (আজ রাত) উত্তরা পশ্চিম থানা ও ভাটারা থানার নতুন বাজার সোলমাইদ এলাকায় পৃথক দু’টি সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে, আজ এটিইউ পুলিশের (মিডিয়া শাখার) সহকারি পুলিশ সুপার এএসপি ওয়াহিদা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ৪ টার দিকে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র একটি চৌকস দল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ গোলাম সারোয়ার রাহাত ওরফে মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন ওরফে লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, আটককৃত আসামী গোলাম সারোয়ার রাহাত ওরফে মামুনের নামে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ২০০৮ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন (জেএমবি)র সাথে সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই মামলার তদন্তে আসামীর বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়। এরপর ২০১০ সালে ডিএমপির রমনা মডেল থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালে ডিএমপি’র হাতিরঝিল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন (জেএমবি)’র অপর এক আসামী জিয়াউল ইসলাম জিকুসহ ওকে (আসামী)কে গ্রেফতার করা হয়।
এএসপি ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতারের সময় তাদের নিকট অস্ত্র গুলি এবং ব্যবহৃত গাড়ী থেকে ডেটোনেটর ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই ঘটনায় আসামীদের বিরুদ্ধে ডিএমপি’র রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং সন্ত্রাস বিরোধী আইনে ৩ টি মামলা দায়ের করা হয় । এছাড়া আটক জেএমবি সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে লিটন (আসামী)র নামে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় অপর একটি মামলা রয়েছে।
অপরদিকে, এটিইউ (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র অপর একটি দল গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ভাটারা থানার নতুন বাজার সোলমাইদ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে নব্য জেএমবি’র গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (৩৩)কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্য মিজানুরের বিরুদ্ধে উগ্রবাদী জঙ্গি সংগঠনের সদস্য হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও প্রচেষ্টার অভিযোগে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার মামলায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনে একাধিক মামলা রয়েছে।
এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, এছাড়া ২০১৮ সালের ২৩ আগস্ট দিবাগত রাত্রে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার তেঁতুলিয়া ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ উগ্রবাদী গোষ্ঠীর ৩ সদস্যকে আটক করে চিরিরবন্দর থানা পুলিশ। এসময় জেএমবি সদস্য আসামী মো: মিজানুর রহমান ঘটনাস্থল থেকেন কৌশলে পালিয়ে আত্মগোপনে চলে যায়।
এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত জেএমবি সদস্য মিজান দীর্ঘ ৫ বছর যাবৎ গ্রেফতার এড়াতে ঢাকা, গাজীপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |