আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫৬
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি ফ্ল্যাটে পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি আটক, ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে চাঁদাদাবি, অর্থ আদায় ও মারপিট করে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে ১ জন নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ মজনু হোসেন, আব্দুল সালাম ও রওশন আরা রুমা। এসময় তাদের হেফাজত থেকে নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, মোঃ আল আমিন একজন ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (১১ আগস্ট ২০২২) রাত ৯ টায় এক অপরিচিত নাম্বার থেকে তার মোবাইল ফোনে ৫০ টাকা ফ্লেক্সি আসে। এর কিছুক্ষণ পরে রওশন আরা রুমা নামের একটি মেয়ে তাকে কল করে বলে ভুলে ৫০ টাকা ফ্লেক্সি করেছে। ওই টাকা ফেরত দেওয়ার অনুরোধ করেন তিনি। পরবর্তীতে আল আমিন ৫০ টাকা বিকাশের মাধ্যমে ফেরত দেয়। গত শুক্রবার ১২ আগস্ট ২০২২ সকাল ১০ টায় আল আমিনকে তার বন্ধু মজনু হোসেনের মাধ্যমে রওশন আরা রুমা দিয়াবাড়িতে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। ওই দিন বিকালে ৫:৩০টায় আল আমিন তার বন্ধু মজনু ও লতিফ এবং রওশন আরা রুমা ও তার বান্ধবী দিয়াবাড়িতে বেড়াতে যায়। একই দিনে রাতে মজনু ফোন করে বলে রুমা তাদের তিনজনকে তার বাসায় পরের দিন দুপুরের খাবারের দাওয়াত দিয়েছে।
তিনি আরও বলেন, ১৩ আগস্ট ২০২২ দুপুর ৩:১০টায় আল আমিন ও লতিফকে মজনু উত্তরা ১৪ নং সেক্টরের একটি ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটে প্রবেশের পর দেখে শুধু রুমা ভিতরে একা বসে আছে। আল আমিন তার পরিবারের লোকজনের কথা বললে রুমা বলে একই বিল্ডিংয়ের তৃতীয় তলায় বসবাস করেন। এরপর তারা চারজন মিলে দুপুরের খাবার খায়। খাবারের পর মজনু ও লতিফ বের হয়ে যায়। রুমা দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষন পরে আব্দুল সালাম, ফারুক ও মোঃ শাহাদাৎ নামের তিনজন দ্রুত দরজা খুলে রুমে প্রবেশ করে। সেইসাথে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মারধর করে ও তার কাছে থাকা নগদ ৩৭ হাজার টাকা ও ২টি মোবাইলসেট কেড়ে নেয়। আল আমিনের কাছে আরো ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ওই তিনজন। তাদের দাবিকৃত টাকা এনে না দিলে আল আমিনকে জানে মেরে ফেলার হুমকি দেয়। আল আমিন নিরুপায় হয়ে তার বন্ধু মজনুর মাধ্যমে তার স্ত্রীর কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা এনে দেয়। পরে আসামীরা ২টি মোবাইলসেটসহ আল আমিনকে ফেরত দিয়ে রিক্সায় তুলে পাঠিয়ে দেয়। আল আমিন ঘটনার বিয়ষটি বুধবার (১৭ আগস্ট ২০২২) দুপুর ১২:৩০ টায় উত্তরার পশ্চিম থানার টহল পুলিশকে অবগত করলে টহল পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ২৫ হাজার টাকাসহ গ্রেফতার করেন।
ভিকটিম আল আমিনের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |