আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪২
রাজধানীর খিলগাঁও থেকে পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-রমনা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মোঃ ওমর ফারুক। এসময় তার হেফাজত থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়।
শনিবার রাত ৯:৩০টায় খিলগাঁও থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিম।
গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে এক মাদক কারবারি অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওমর ফারুক নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসার বাথরুমের কমোডের ভিতর হতে ৩ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়।
খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |