আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৩
মনির হোসেন জীবন- রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহতের নাম মারিয়া আক্তার (৭)। এ ঘটনায় ফাইজা সরকার (৭) নামের আরও এক মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত মারিয়া আক্তার আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কদমতলী থানার পূর্ব জুরাইন কমিশনার সড়ক আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কদমতলী থানার পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থী ফাইজাকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে সেখান থেকে ঢাকা ডেন্টাল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহত স্কুল শিক্ষার্থী মারিয়ার বাবা জুলফিকার জানান, আমার মেয়ে পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলে যাওয়ার সময় মারিয়া ও ফাইজা সরকার নামের এক মেয়েকে দ্রুতগামী অটোরিকশা ধাক্কা দেয়। এতে আমার মেয়ে ও ফাইজা গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়ে মারিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাইজার সরকারের হাসপাতালে চিকিৎসা চলছে।
এদিকে, আহত ফাইজা সরকারের মা আফসানা সরকার জানান, বুধবার সকালে তিনি তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। মারিয়াও তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা এসে তাদের চাপা দিলে এ ঘটনা ঘটে।
মারিয়ার মামা সবুজ মিয়া জানান, আমার ভাগ্নি কদমতলী জুরাইন আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। সকালে স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
ওসি মো, বাচ্চু মিয়া জানান, ময়নানতন্তের জন্য নিহতের মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |