আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৮
বিডি দিনকাল ডেস্ক:- জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে প্রকাশ্যে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে মাসুম। এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।
গত সোমবার মাসুমের সাতদিনের রিমান্ড শেষ হয়। গতকাল তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা।
ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রিমান্ডে মাসুম তাদেরকে জানিয়েছে কিলিং মিশনের অন্তত দেড় থেকে দুই মাস আগে দক্ষিণ কমলাপুরের রুপালি সমাজ উন্নয়ন সংস্থা (রুপালি ক্লাবে) বসে টিপুকে হত্যার মূল বৈঠক হয়েছিল। বৈঠকে নেতৃত্ব দেন দুবাই পলাতক ও বোচা বাবু হত্যা মামলার আসামি মুসা। সে ছাড়াও ওই বৈঠকে ছিলেন শামীম, মোল্লা মানিক, দামাল, মারুফসহ আরও কয়েকজন। মুসা বৈঠক শেষে শুটার ঠিক করার দায়িত্ব দেয় শামীমকে। তখন শামীমই মুসাকে মাসুমের কথা জানিয়ে বলে, ভালো একজন শুটার আছে। সে মিশন বাস্তবায়ন করতে পারবে। রুপালি ক্লাবের ওই বৈঠকে সে উপস্থিত ছিল না। তবে বৈঠকের কিছু আলোচনা সে তার ঘনিষ্ঠ বন্ধু শামীমের কাছ থেকে শুনেছে। ওই বৈঠকেই টিপুকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। তারপর শামীমই তাকে জানায় বড় ভাই (মুসা) বলছে টিপুকে শেষ করে দিতে হবে। যদি টিপুকে মারতে পারে তবে তার ঝুলে থাকা মামলা নিষ্পত্তি, যাবতীয় খরচ ও পরবর্তীতে অন্যান্য সুবিধা-অসুবিধা দেখা হবে বলে জানানো হয়। ১০ বছরের বেশি সময় ধরে সম্পর্ক থাকায় মাসুমের অনেক দুর্বলতার বিষয়ে শামীম জানতো। তাই এসব বিষয়কে সামনে এনে শামীম তাকে টিপু হত্যার প্রস্তাব দেয়। মাসুম এলাকায় শেয়ারে ডিশ ব্যবসা করতো। সেখান থেকে যা আসতো তা দিয়ে তার সংসার ও মামলার খরচ মেটানো সম্ভব ছিল না। মামলা ও গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় প্রতিনিয়ত মানসিক চাপের মধ্যে থাকতে হতো। শুধুমাত্র তার মামলাগুলো নিষ্পত্তির জন্য ৫ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন ছিল। সবদিক বিবেচনা করে টিপুকে হত্যা করতে রাজি হয় মাসুম। কিলিং মিশনের আগে মাসুমকে সিএমএম কোর্টে নিয়ে যায় শামীম। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মুসা। পরে এক আইনজীবীর উপস্থিতিতে মাসুমের নামে থাকা ৫টি মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার জন্য চুক্তি হয়। কিলিং মিশন সফল হলেই মাসুমকে মামলা নিষ্পত্তির টাকা দেয়ার কথা ছিল।
গত ২৪শে মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে গুলি করে হত্যা করা হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে রিকশারোহী কলেজছাত্রী সামিয়া আফনান জামাল নিহত হন। এ ঘটনায় মাসুমকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |