আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৪০
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়েরকৃত একটি ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মানিক ও মোজাম্মেল হক মোজা। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।
তিনি বলেন, ভিকটিম গাজীপুর টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকায় বাড়ির নির্মাণ কাজ দেখাশোনার জন্য গত ৭ আগস্ট সকাল ১০টায় ঢাকার বনানীর বাসা হতে বের হয়। সন্ধ্যা ৭.৩০টায় ভিকটিমের স্ত্রীকে তার দেবর মোবাইল ফোনে জানান যে, উত্তরা জসিম উদ্দিন রোডের মোড় হতে রাজিব পরিবহনের একটি বাসে মহাখালী বাস টার্মিনালে আসার পথে তার স্বামী অজ্ঞান পার্টির খপ্পরে পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লোকজনের মাধ্যমে ভিকটিমের স্ত্রী জানতে পারেন যে, তার স্বামী গত ৭ আগস্ট বিকাল ১৫.৩০টায় বাসে উত্তরার জসিম উদ্দিন রোডের মোড় হতে রাজিব পরিবহনের একটি বাসে বনানী আসার পথে ৪/৫ জন অজ্ঞানপার্টির সদস্য গাড়ির ভিতরে ভিকটিমকে নেশা জাতীয় দ্রব্য সেবন করায়। এতে অজ্ঞান হয়ে গেলে মহাখালী বাস টার্মিনাল হতে বাসের লোকজন তার স্বামীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বাসের আরেক যাত্রীও অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম তথ্য প্রযুক্তির সহায়তার ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে। গতকাল রবিবার বিকাল ৪.৫০টায় গাজীপুর মেট্রোর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মানিককে গ্রেফতার করা হয়। মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অপর অভিযুক্ত মোজাম্মেল হক মোজাকে রবিবার রাত ৮.৩০টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের স্বীকারোক্তির ভিত্তিতে অন্যান্য আসামীদেরও সনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তিনি আরো বলেন, রাজিব পরিবহনের বাসের সুপারভাইজার, হেলপার এবং আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাসটি জামালপুর হতে উত্তরার আজমপুরে আসলে ৪/৫ জন লোক মর্ডাণ হারবালের যৌন ক্ষমতাবর্ধক হালুয়া ও লিফলেট যাত্রীদের মধ্যে বিতরণ করে এবং পিছনের সিটে বসা দুই জন যাত্রীকে চেতনা নাশক ঔষুধ দিয়ে তৈরী হালুয়া খাওয়ানোর পর তারা অজ্ঞান হয়ে যায়।বাসটি বনানী পৌঁছালে গুলশান ১১ নং রোডের মাথায় পুলিশ বক্সের সামনে গ্রেফতারকৃত মানিক, মোজাম্মেলসহ ৩/৪ জন যাত্রী একসাথে নেমে যায়। গ্রেফতারকৃত মানিক, মোজাম্মেল উক্ত ঘটনার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ধরণের দুর্ঘটনা এড়াতে ডিবি পুলিশের পরামর্শ :
* যাত্রী সাধারণের রাস্তায়/গণপরিবহনে হকারদের ব্যাপারে সতর্ক থাকা।
* দূরপাল্লার গাড়িগুলো যাতে গেটলক অবস্থায় থাকে সেটা নিশ্চিত করা। গাড়িতে সিসিটিভি রাখা।
* অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে গাড়িতে কিছু খাওয়া থেকে বিরত থাকা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |