আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০৭
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় মুদি দোকানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্য মোঃ রিপন মিয়া ও মোঃ ইনু মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
প্রসঙ্গত, গত ৯ মার্চ ২০২২ রাত আনুমানিক ১১:১০ টা হতে ১০ মার্চ ২০২২ সকাল আনুমানিক ০৭:৩০ টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দক্ষিণখান থানা এলাকার দারুল আসবাব জেনারেল স্টোর নামক মুদি দোকানের মালামাল চুরি করিয়া নিয়া যায়। এ ঘটনায় ১৬ মার্চ ২০২২ (বুধবার) দক্ষিণখান থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগ।
গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী, পিপিএম (সেবা) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোর চক্রের সদস্যরা নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জলকুড়ি কড়ইতলা মসজিদের পূর্ব পাশে নাইন্দারপাড়া রোড ইনু মিয়ার খাবার হোটেল ও মুদির দোকানে অবস্থান করছে মর্মে সংবাদ পান। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) রাত ৮:৩০ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে রিপন ও ইনুকে গ্রেফতার করে বিমানবন্দর জোনাল টিম। এসময় গ্রেফতারকৃত ইনুর দেয়া তথ্যমতে তার মুদির দোকান তল্লাশি করে ২২টি তিব্বত বল সাবান, ০৬টি হুইল লন্ড্রি সাবান, ০৫টি ডেটল সাবান, ০৮টি ব্যাকট্রল ফ্রেস ফ্যামেলি হেলথ সোপ, ০৪টি প্যারাসুট বেলি ফুল কোকনাট হেয়ার অয়েল, ০৫টি জুঁই ন্যাচারাল নারকেল তেল, ০৭টি মিল্লাত ঘামাচি পাউডার, ৪৮ বোতল ম্যাংগো ফ্রুট ডিংকস ও ১৮ বোতল ফ্রেন্ডস-আপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের দক্ষিণখান থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী, পিপিএম (সেবা) এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।সূত্র : ডিএমপি
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |