আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১০
মনির হোসেন জীবন- রাজধানী পল্টন বিজয়নগর হোটেল ৭১ এর গলিতে দুই তলা একটি ভবনের উপরে টিনশেড একটি খাবার হোটেল এবং হামীম ইলেকট্রনিকস-এর গোডাউন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ১৩টি ইউনিটের চেষ্টায় আজ বুধবার রাত ৮ টা ২৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”। আজ রাত ৯ টায় ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লাগার ঘটনার খবর পাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ঢাকা সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ১০ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরবর্তীতে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। পরে মোট ১৩ টি ইউনিটের চেষ্টায় আজ রাত ৮ টা ২৭ মিনিটের সময় ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলছে, ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে, সম্পূর্ণ আগুন নির্বাপণ করতে আরো সময় লাগবে। এখন আগুনের ড্রাম্পিংয়ের কাজ চলছে। আগুনের রিপোর্ট পাওয়ার পর এবিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্নকর্তা। প্রত্যক্ষদর্শী ও স্হানীয় লোকজন সূত্রে জানা গেছে, খাওয়ার আড্ডা রেস্টুরেন্ট ভবনের দুই তলার ছাদের ওপর টিন শেড ঘর রয়েছে। সেখানে বিভিন্ন পার্স সংযোজন করে টিভি তৈরি করা হতো। ভবনটি হামীম ইলেকট্রনিকস-এর গোডাউন বলে জানা গেছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |