আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১২
বিডি দিনকাল ডেস্ক:- গতকাল বুধবার (১৬ মার্চ ২০২২) সন্ধ্যা ৭:৪৫ টায় বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ নাজমুল হোসেন ও সুলতান গাজী।
আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী, পিপিএম জানান, দুইজন মাদক ব্যবসায়ী বিমানবন্দর গোলচত্ত্বরের পূর্ব পাশে হোটেল ওয়ান্ডার ইনের সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ২ কেজি গাঁজাসহ নাজমুল ও সুলতানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |