আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৫
বিডি দিনকাল ডেস্ক :- রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পদ্মা পাম্পের সামনে একটি দ্রুতগামী ট্রাক মোটরবাইক আরোহীকে ধাক্কা দিলে মো মাহদি হাসান (লিমন) (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।দ্রুতগামী ট্রাকটির চাকা লিমনের মাথা ফিসে দেয়। হেলমেট পড়া মাথাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে মগজ বের হয়ে যায় ।
নিহত লিমন রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮৩ ব্যাচের শিক্ষার্থী।
নিহতের প্রতিবেশী মো. ইমাম হাসান জানান, লিমন মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পদ্মা ওয়েল পাম্পের সামনে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত লিমন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |