আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:১৭
ডেস্ক: রাজধানীর ভাটারার কুড়িল বিশ্বরোড গোলচত্বর এলাকায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে আসাদুর রহমান আরিফ নামে এক ব্যাংকার ও তার স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে।
খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নির্যাতনের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার বোন। আহত কিশোরীর অভিযোগ, ‘আমি আট মাস ধরে ওই বাসায় কাজ করি। বিভিন্ন সময় নানা অজুহাতে আমাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং মাথা দেয়ালের সঙ্গে ঠুকে নির্যাতন করা হতো। আমি অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করেছি। কিন্তু স্যার ও ম্যাডাম আমাকে পালাতে দেয়নি।’
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তারা আমাকে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের কাছে আমার বোন ফাতেমার বাসায় দিয়ে আসে।
এ বিষয়ে ওই কিশোরীর বোন ফাতেমা বেগম বলেন, ‘আমার বোন ওই বাসায় আট মাস ধরে কাজ করে। পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেয়ার কথা থাকলেও মাত্র তিন মাসের টাকা দিয়েছে।’
তার অভিযোগ, ‘এখনও তাদের কাছে আমার বোন অনেক টাকা পায়। টাকার কথা বললেই বিভিন্ন সময় আমার বোনকে মারধর করা হতো। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। আজ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও সঙ্গে পুলিশ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করেনি।’
এ বিষয়ে অভিযুক্ত গৃহকর্তা আসাদুর রহমান বলেন, ‘আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত, আমার স্ত্রী গৃহিণী। সম্প্রতি আমার একটি কন্যাসন্তান হয়েছে এবং আগে যমজ বাচ্চা রয়েছে। গৃহকর্মীকে ভালোভাবে কাজ করতে বলা হলে সে পাগলামি করে। আমি একাধিকবার তার বাবাকে বলেছিলাম মেয়েকে নিয়ে যেতে।’
তিনি আরও বলেন, ‘গতকাল আমি নিজে গিয়ে তার বোনের কাছে ১৪ হাজার টাকা দিয়েছি। এর আগে আমি ১৫ হাজার টাকা দিয়েছি। আরও ৬ হাজার টাকা দিয়ে দেব বলেছি।’
মেয়েটিকে কোনো নির্যাতন করা হয়নি বলেও দাবি করেন আসাদুর রহমান।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘এমন একটি শিশু নির্যাতনের ঘটনা হাসপাতালে এসেছে। থানার সঙ্গে কথা বলে না আসায় তাকে ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছি।’
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |