আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৩
রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বুধবার ৬ ডিসেম্বর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাত ৮টা ৮ মিনিটের সময় রয়েল ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বিস্ফোরণে ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ একাধিক বাহিনী কাজ করেছে।
তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহরিয়ার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।
রাত ৮ টার দিকে রয়েল ফিলিং স্টেশনের একটি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফিলিং স্টেশনের মো. সালাউদ্দিন (৩৮), মো. মামুন (৩০), মো. জীবন (২১), মো. কামাল হোসেন (৫০), মো. আমির হোসেন (৩২), মো. মাসুম (২৫), মো. রানা (৩০) ও মো. খায়ের মিয়া (৪৪) দগ্ধ হন।
রয়েল ফিলিং স্টেশনের কর্মী কামরুল হাসান বলেন, ফিলিং স্টেশনে তিন দিন ধরে গ্যাস লাইনের কাজ চলছে। আজ রাতে হঠাৎ করেই সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। তবে কার শরীর কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।’
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |