আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৫
রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ৯টার পর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মালিবাগ রেলক্রসিং এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস যাত্রী নামিয়ে সামনে যাচ্ছিল। এসময় দ্রুতযান ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।
রেল ক্রসিংয়ে কোনো বার না থাকায় বাসটি ট্রেন আসার সময় লাইনে উঠে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সংঘর্ষের পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মালিবাগের প্রধান সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে। এদিকে দুর্ঘটনার পর সেখানে ভিড় করেন হাজারো মানুষ।এতে উদ্ধার কাজ বিঘ্নিত হয়।
দুই ঘন্টা পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |