আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৫
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, দলের আমীর ডা. শফিকুর রহমান সহ কারাগারে আটক বিরোধী দলীয় নেতা-কর্মী এবং আলেম-উলামাদের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শাপলা চত্বরে এই বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিলটি ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে আটক করেছে বলে অভিযোগ করে দলটি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতের নেতা-কর্মীরা আজ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকার রাজপথে নেমে এসেছে। আমরা বর্তমান এই আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নিশ্চিতের মাধ্যমে জনগণের অধিকার আদায় করেই ঘরে ফিরব। তিনি বলেন, যদি জামায়াত ও ছাত্রশিবিরের উপর নিয়মতান্ত্রিক কর্মসূচি নিয়ন্ত্রণের নামে জুলুম নির্যাতন চালানো হয় তাহলে এখন থেকে প্রতিরোধ করা হবে। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবি নিয়ে মাঠে নেমেছি। অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |