আজ মঙ্গলবার | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৯
বিডি দিনকাল ডেস্কঃ- সরকারের পদত্যাগসহ ১০ দফা আদায় ও গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য কমানোর দাবিতে ঢাকা মহানগরে দুদিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি পালন করবে।
আজ মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৯ই ফেব্রুয়ারি গোপীবাগ মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব এবং উত্তরের উদ্যোগে ১২ই ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা সাত রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয় হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা নাজিমুদ্দিন আলাম, কামরুজ্জামান রতন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
Dhaka, Bangladesh সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:02 PM |
Magrib | 5:22 PM |
Isha | 6:43 PM |