আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৩
বিডি দিনকাল ডেস্ক :- চাঁদপুরের ফরিদগঞ্জে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও হাট-বাজারে চুরির হিড়িক পড়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোটরসাইকেল,সাইকেল, গরুসহ বিভিন্ন মালামাল চুরি হচ্ছে।
৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হলেও হঠাৎ করে বেড়ে যাওয়া চুরি প্রশাসন সামাল দিতে পারছে না বলে অভিযোগ ওঠেছে।
জানা যায়, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের খাজুরিয়া বাজারে শনিবার রাতে এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে বহুবার এই বাজারে চুরির ঘটনা ঘটেছে। চুরির বিষয়ে দোকানের মালিক মামুন হোসেন জানান,আমি প্রতিদিনের নায় শনিবার রাতে দোকানে তালাবদ্ব করে বাড়িতে চলে যাই সকালে বাজারে এসে দোকান খুলে দেখি আমার দোকানে থাকা টিভি , ও দোকানের ভিবিন্ন মালামাল নগদ টাকাসহ সব কিছু মালামাল নিয়ে যায় তারা। চুরি হওয়া জিনিসের মূল্য আনুমানিক (৬০) ষাট হাজার টাকা হবে। এর আগে চুরি হওয়া আরেক দোকানদার মাহাবুব পাটওয়ারী জানান, কিছুদিন আগে দোকানটি ভাড়া নিয়ে সে দোকান চালু করেন সেখানে বেশী ছিল মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ ইলেকট্রনিক পণ্য।
গত কয়েক দিন আগে দোকানের সামনে দিয়ে কে বা কাহারা তালা কেটে দোকানে ভেতরে ডুকে মোবাইল ফোনসহ আরো অনেক মালামাল নিয়ে যায়।চুরি হওয়া জিনিসের মূল্য আনুমানিক (৮০,০০০) আশি হাজার টাকা হবে।বলে জানান তিনি বিগত দিনের আরো কিছু চুরি হয়ার কথা বলেন ব্যাবসায়িরা এদের মধ্যে আরেক দোকানদার এমরান হোসেন জানান,প্রতিদিনের নায় সকাল ৯টায় আমি দোকান খুলি খোলার পরে আমি পানি আনতে যাই ওখানে আমার সময় লেখেছে ৫ মিনিট কিন্তু এসে দেখি দোকানে থাকা বিকাশের মোবাইল নগদ টাকাসহ দিনে দুপুরে চুরি করে নিয়ে যায়। বাজারের ব্যবসায়ীদের মতে খাজুরিয়া বাজারে এর আগে অনেক দূর্ধষ দোকান চুরির ঘটনা ঘটেছে।
কোন কোন দোকানদারকে আইনের আশ্রয় নিতে দেখা যায়।তবে কিছু দোকানদারকে আইনের আশ্রয় নিতে দেখা যায় নাই। তার ফলে বাজারে একটার পর একটা দোকান চুরির ঘটনা ঘটেছে। জানা যায়,খাজুরিয়া বাজারে বাজার পরিচালনা কমিটির কোন কার্যক্রম না থাকায় এই বাজারে চুরির উপদ্রুপ বেড়ে চলছে।
আরেক দোকানদার শাহ পরান সুজন বলেন,ফরিদগঞ্জের ১৬ টি ইউনিয়নে মধ্যে ১৫টিতে একত্রে যত জন না কিশোর গ্যাং আছে,আমাদের ৬নং পঃ গুপ্টি ইউনিয়নে এদের সংখ্যা তারও বেশী।এদের কাজঃ১.ইভটিজিং।২.মাদক বিক্রি ও সেবন।৩.চুরি।ফলে খাজুরিয়া বাজারে কিছু দিন পরপর হচ্ছে চুরি,সহায় সম্ভল হারাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়িরা।তিনি আরো বলেন, এসব কাজের পিছন থেকে নেতৃত্ব দিচ্ছে স্থানীয় কিছু কথিত রাজনীতিক নেতা,যাদের আশ্রয় ও পশ্রয়ে ঘটছে চাঁদাবাজির মত ঘটনা যা অত্র ইউনিয়নের জন্য খুবই লজ্জা জনক। এ দুর্ভোগ যেন দেখার কেউ নেই,তাই ফরিদগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
৬নং গুপ্টি পঃ ইউনিয়নের বাসিন্দারা কিশোর গ্যাংয়ের জ্বালায় অতিষ্ঠ বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এলাকার মানুষ অভিযোগ করে জানিয়েছেন বিশেষ একটি মহলের রাজনৈতিক ছত্র ছায়ায় এসব করে বেড়াচ্ছে কিশোর’রা, গত ২বছরে ১০টির ও বেশি সংঘর্ষের গটনা গটিয়েছে তারা, এ ছাড়া ও এলাকায় চুরি,ডাকাতি,চাঁদাবাজি, ইভটিজিং, ইয়াবা ব্যবসা সহ ভিবিন্ন অপকর্ম করে যাচ্ছে এসব কিশোর গ্যাং।
এ নিয়ে একাধিক বার তাদের কয়েকজন কে মাদক ও চুরি মামলায় গ্রেফতার করা হলে ও কাজের কাজ কিছুই হয়নি। এলাকার মানুষ আরো অভিযোগ করেন- দুপুরের পর থেকে সারা-রাত ব্যাপী চলে তাদের এ কর্মজগ্গ,স্থানীয় খাজুরিয়া বাজারে গত ২ বছরে ২০টির ও বেশি চুরির গটনা গঠিয়েছে তারা।
প্রশাষনকে একাধিকবার জানানো হলে ও কাজের কাজ কিছুই হয়নি।এরা মুলত রাজনৈতিক ছত্র ছায়ায় এসব করে বেড়াচ্ছে, এলাকার মানুষ ভয়ে এদের বিরোদ্ধে প্রকাশ্যে মুখ খুলছে না। এদের থেকে প্রতিকার পেতে প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ কামনা করেছেন এলাকা বাসী।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |