আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৬
মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ -রাজনীতির বৃত্ত থেকে দূরে সরে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ্ব রুকুনুদ্দৌলা। কুড়িগ্রামে ১৯৫২ সালের ১৬ এপ্রিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রুকুনুদ্দৌলা। তিনি প্রাইমারী শিক্ষা লাভ করেছেন কুড়িগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে কুড়িগ্রাম এম.এল হাই স্কুল থেকে ১৯৬৮ সালে মেট্রিক পাশ করে কুড়িগ্রাম সরকারি কলেজে ভর্তি হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে ৭ই মার্চের ভাষণ শুনে ছাত্র জীবনে সহপাঠিদের সাথে নিয়ে রুকুনুদ্দৌলা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। যুদ্ধ শেষে আবারো শিক্ষা জীবনে ফিরে আসেন। ১৯৭৩ সালে বি.এ পাশ করেন এবং ১৯৭৪ সালে সাব রেজিস্ট্রার পদে চাকুরিতে যোগদান করেন। ছাত্র জীবনে সাবেক ছাত্রলীগ নেতা মোকাররম হোসেন সাচ্চু, আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, রওশনুল বারী’র অনুপ্রেরণায় তাদের উৎসাহে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মাতা মজিদা খাতুনের অনুপ্রেরণায় এবং বন্ধুদের উৎসাহে ১৯৮৮ সালে সাব রেজিস্ট্রার পদে চাকুরি ছেড়ে দিয়ে জাতীয় পার্টি থেকে ২৮, কুড়িগ্রাম-৪ আসনের উপ-নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়নে আলহাজ্ব রুকুনুদ্দৌলা সব সময় ছিলেন নিবেদিত প্রাণ। একারণে ১৯৯০ সালে তিনি উপ-মন্ত্রীর মর্যাদায় কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ক্ষমতার পট পরিবর্তনের পর রাজনীতি কলুষিত হওয়ায় তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। এখন তিনি নিরবে নিভৃতিতে সাধারণ জীবন যাপন করছেন। একান্ত আলাপচারিতায় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুকুনুদ্দৌলা বলেন- এখন আর রাজনীতিতে সুন্দর পরিবেশ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এলাকার উন্নয়নের জন্য সাব রেজিস্ট্রার পদে কর্মরত থাকলেও চাকুরি ছেড়ে দিয়ে রাজনীতিতে এসেছিলাম। আবারো যদি রাজনীতিতে সুন্দর পরিবেশ ফিরে আসে তাহলে হয়ত বা আসতে পারি। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |