আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৭
বিডি দিনকাল ডেস্ক :- রাজনৈতিক অচলাবস্থার অবসানে এক বছরেরও কম সময় ক্ষমতায় থাকা কুয়েত সরকারের মন্ত্রীপরিষদ সোমবার পদত্যাগ করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা’র রিপোর্টে বলা হয়েছে, মন্ত্রীপরিষদের এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ।
কুয়েতের সাধারণ নাগরিকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এক বছরেরও কম সময় ক্ষমতায় থাকা কুয়েত সরকারের মন্ত্রীপরিষদ সোমবার পদত্যাগ’এর সংবাদটি।
সরকারি কর্মকর্তা ও বিরোধী দলীয় আইনপ্রণেতাদের মধ্যে কয়েক দফা সমঝোতা বৈঠকের পর এমনটাই ঘটবে বলে মনে করা হচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল সাবাহ’র নেতৃত্বে মন্ত্রীপরিষদ পদত্যাগ করে। এ নিয়ে এক বছরের মধ্যে কুয়েতে তিনটি সরকার পদত্যাগ করলো। এখন নতুন সরকারে আসতে পারেন সাবেক অর্থমন্ত্রী খলিফা হামাদা। আগস্টে তিনি পদত্যাগ করেছিলেন। জানুয়ারিতে নিয়োগ দেয়া হয়েছিল সাবেক অর্থমন্ত্রী খলিফা হামাদাকে।যদি তাকে কুয়েতের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়, তাহলে তিনি হবেন সাত বছরের কম সময়ের মধ্যে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী।
বিশ্বে মোট যে পরিমাণ তেল জমা আছে তার মধ্যে শতকরা প্রায় ৬ ভাগই আছে কুয়েতে। তেল সমৃদ্ধ এই দেশটি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেকের পঞ্চম বৃহৎ তেল উৎপাদনকারী। দেশটি গত অর্থ বছরে রেকর্ড বাজেট ঘাটতিতে পরে। করোনা ভাইরাস মহামারি এবং তেলের মূল্য পড়ে যাওয়ার কারণে তারা এমন অবস্থার শিকারে পরিণত হয়। কুয়েতের আমির জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন। এ জন্য পদত্যাগের আগে মন্ত্রীপরিষদ সোমবার বিপুল সংখ্যক কুয়েতিকে ক্ষমা করে দেয়ার একটি খসড়া ডিক্রি অনুমোদন করে। এর আওতায় বিরোধী দলীয় কিছু আইনপ্রণেতা এবং অধিকারকর্মী থাকবেন বলে প্রত্যাশা করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওইসব ব্যক্তি তুরস্কে নির্বাসনে বসবাস করছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |