আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৫
রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (নুরু মন্ডল) আজ ভোরে সভারের এনাম মেডিক্যালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে নুরু মন্ডল প্রায় এক মাস এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসায় থেকে গত ২৩ আগস্ট সুস্থ হয়ে দৌলতদিয়ায় ফিরে আসেন। রোববার রাত একটার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে ওই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রাতেই তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে ভোর ছয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নুরুল ইসলাম মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই আমজাদ হোসেন মন্ডল ও পরিবারের একাধিক সদস্য। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |