আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৯
ডেস্ক:-রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ একটি নাশকতার মামলার আসামি। মামলাটিতে তিনি জামিনে ছিলেন। সমপ্রতি তিনি একটি হাজিরার দিন আদালতে অনুপস্থিত ছিলেন। পরে বৃহস্পতিবার আবার নির্ধারিত দিনে হাজির হন। এ সময় আগের হাজিরার দিন উপস্থিত না হওয়ার কারণে আদালত তার জামিন বাতিল করেন।
এ সময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পরে পুলিশ তাকে আদালতের হাজতে নিয়ে যায়। পুলিশ পরিদর্শ রফিক বলেন, আবু সাঈদ চাঁদ এখন কোর্ট হাজতেই আছেন। বিকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এদিকে, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণে ঘটনায় তিব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |