আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৮
কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামের রাজারহাটে অনূর্ধ-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব বালিকা-২০২১ এর উপজেলা পর্যায়ের খেলার দল ও তারিখ ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরে রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা ক্রীড়া সংস্থার এক সভায় এ তারিখ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে শুক্রবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হবে। এতে উপজেলার ৭ টি ইউনিয়নের ক্রীড়া দল অংশ নেবেন । এসময় রাজারহাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি,রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল,সকল ইউপি চেয়ারম্যানগণ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |