আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৪
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : -কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ মন্ডলপাড়ায় এক গৃহবধু নিজ বাড়িতে প্রতিবেশি কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় গৃহবধুর পিতা খোকন মন্ডল নিজে বাদী হয়ে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূতে জানা যায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ মন্ডলপাড়ায় খোকন মন্ডল তার কন্যা মোছাঃ খুশি বেগম (১৯) এর প্রায় ১ বছর পূর্বে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র আনিচুর রহমানের সাথে বিবাহ দেয়। মোছাঃ খুশি বেগম এর স্বামী আনিচুর রহমান জীবন জীবিকার তাগিদে ঢাকায় যাওয়ার কারণে খুশি বেগম তার স্বামীর অবর্তমানে বাবার বাড়িতে বেড়াতে আসে। খুশি বেগম বাবার বাড়িতে থাকা অবস্থায় তার পিতা-মাতা অন্যত্র আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় এরই সুযোগে প্রতিবেশি মোক্তার আলীর পুত্র লম্পট সবুজ মিয়া (২২) গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় খুশি বেগমকে একা পেয়ে ধর্ষণের চেষ্টায় শ্লীলতাহানি ঘটায়। এ ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হয়ে খুশি বেগম কীটনাশক পান করে নিজেকে আত্মহত্যার চেষ্টা করে। পরে খুশির বাবা-মা বিষয়টি জানতে পেরে খুশিকে বাঁচাতে চিকিৎসার উদ্যোশে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় খুশি’র বাবা খোকন মন্ডল নিজে বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |