- প্রচ্ছদ
-
- অপরাধ
- রাণীনগরে নেশা জাতীয় এ্যাম্পলসহ গ্রেফতার-১
রাণীনগরে নেশা জাতীয় এ্যাম্পলসহ গ্রেফতার-১
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৫২ পূর্বাহ্ণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নাণীনগরে নেশা জাতীয় ১৭ পিচ এ্যাম্পলসহ রেন্টু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে খানা পুলিশ। রোববার দুপুর ১২ টার দিকে রাণীনগর ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেন্টু উপজেলার পূর্ববালুভরা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) শাহিন আকন্দ জানান, রোববার দুপুরে ষ্টেশন এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৭ পিচ নেশা জাতীয় এ্যাম্পলসহ রেন্টুকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও রেন্টু মাদক ও চুরিসহ ৫টি মামলার আসামী বলেও জানান তিনি।
Please follow and like us:
20 20