- প্রচ্ছদ
-
- রাজশাহী
- রাণীনগরে সুবিধা বঞ্চিতদের মাঝে আরপিএ’র শীতবস্ত্র বিতরন
রাণীনগরে সুবিধা বঞ্চিতদের মাঝে আরপিএ’র শীতবস্ত্র বিতরন
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের সুবিধা বঞ্চিতদের মধ্যে চার শত পিস শীতবস্ত্র বিতরণ করেছে “রাণীনগর প্রসপ্যারিটি আ্যসোসিয়েশন (আরপিএ)। গত ১০ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত ছয় দিন ব্যাপী এলাকা ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।রাণীনগর উপজেলার আটটি ইউনিয়ন থেকে কিছু সংখ্যক মেধাবী,কর্মচঞ্চল,সু-শিক্ষিত,মেডিকেল/বিশ্ব বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে “রাণীনগর প্রসপ্যারিটি আ্যসোসিয়েশন”(আরপিএ) বুলেট টিম নামক একটি স্বেচ্ছাসেবী দল গঠন করে।প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের স্থান হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়নের কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে সেই এলাকার সুবিধা বঞ্চিতদের তালিকা প্রণয়ন করে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ,স্কুল কমিটির সভাপতি ওসদস্যবৃন্দ,আরপিএ’র প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ,বুলেট টিমের সদস্যসহ শুভাকাঙ্খীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রুহুল আমিন
Please follow and like us:
20 20