বিকেলে পৌর শহরে আ.লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক বিরাট বর্ণাঢ্য র্যালি বের করেন। পরে সন্ধ্যায় চৌরাস্তা মোড়ে আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, আ.লীগ সহ-সভাপতি জবায়দুর রহমান ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাধারণ সম্পাদক আরথান আলী, কৃষক লীগ সভাপতি বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আ.লীগ নেতা অধ্যক্ষ আজহারুল ইসলাম, আব্দুল কাদের, এ্যাডভোকেট শেখ ফরিদ, মামুনুর রশীদ এলবার্ট, এম,এ মোমিন,ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ।
এছাড়াও সভায় আ.লীগ সহ-সভাপতি মুক্তার আলম,সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, যুব মহিলা লীগ নেত্রী শেফালী বসাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অবদানের ইতিহাস তুলে ধরেন। এইসাথে তারা আগামি সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। সভা সঞ্চালনা করেন আ’লীগ নেতা ও সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।