- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
রাণীশংকৈলে কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রকাশ: ৩১ জুলাই, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৩১ জুলাই উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় ও লকডাউন অমান্য করে হাট বসানোর অপরাধে গরু লেখায়দারকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও আনসার উপস্থিত ছিলেন।
জানা গেছে এ দিন ভ্রাম্যমাণ আদালতে কাতিহার হাটে গিয়ে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা না করে নিজ ক্ষমতার দাপটে উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামের মৃত নগেন চন্দ্রের ছেলে হাট লেখায়দার সুরেন চন্দ্র বর্মন গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা টোল আদায় করছিলেন। তাই ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে সুরেন চন্দ্র বর্মন বলেন,আমি লেখায়দার আমাকে হাট ইজারাদার অতিরিক্ত টোল আদায়ের কথা বলেছে তাই আমি নিচ্ছি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতম সাহা বলেন সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে এবং লকডাউন অমান্য করে হাট লেখায়দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়েছে। এবং পরবর্তী হাটে আর অতিরিক্ত টোল আদায় করবেনা বলে হাট লেখায়দারের কাছে লিখিত মুচলেকা দেন।
Please follow and like us:
20 20