পরে উপজেলা সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান- শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান- সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার( ভূমি) প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী, পুজা উদযাপন পরিষদ সম্পাদক সাধন বসাক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে হানাদার পাকিস্তানি সৈন্যরা ” অপারেশন সার্চ লাইট” নামে ঢাকায় নিরীহ বাঙালিদের উপর সশস্ত্রভাবে হত্যাযজ্ঞ চালায়। অনুষ্ঠানে এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।