- প্রচ্ছদ
-
- অর্থনীতি
- রাণীশংকৈলে গমের নতুন জাত সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত
রাণীশংকৈলে গমের নতুন জাত সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ: ১ এপ্রিল, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ
মাহাবুব আলম রাণীশংকৈলল (ঠাকুরগাঁও ) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ছয় ভাগিয়া ব্লকে বাংলাদেশ গম ও ভূট্টা ইউনিটের বারি গম ৩৩ এর মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে কৃষি অধিদপ্তর ।
বুধবার ৩১ মার্চ সকালে বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ সিদ্দিকুন নবী মন্ডলের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ।
বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ রেজাউল কবির , ও আশরাফুল আনাম। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজল, ঐ ব্লকের ৭০ জন কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ঐ ব্লকে ভূপেন, ধনেশ্বর, ও চিত্রমহন নামে ৩ জন কৃষককে ১০ বিঘা জমিতে এ গম চাষের জন্য কৃষি অফিস থেকে সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। বারি ৩৩ জাতের গম আবাদে কৃষকেরা প্রতি বিঘায় ১৫ মন করে গম উৎপাদন করেছে বলে জানান তারা। মাঠ দিবসে বক্তারা বলেন বারি ৩৩ একটি উন্নত জিন্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল জাতের গম। যা খেলে গর্ভবতী মা শিশুর শারীরিক গঠন ও মেধাশক্তি বৃদ্ধি পায়।
Please follow and like us:
20 20