পরে উপজেলা হলরুমে সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা,যুব কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম। আরো বক্তব্য দেন যুব কর্মি শাহনেওয়াজ ও সিমন টুডু, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা
সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর
মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইএসডিও সমন্বয়কারী সিরাজুস সালেকীন, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার হাফিজুর রহমান প্রমুখ।
সঞ্চালনা করেন- ইএসডিও ম্যানেজার খায়রুল
ইসলাম। পরে ৩ জন যুব কর্মির প্রত্যেককে ৬০ হাজার টাকা মূল্যের চেক দেয়া হয়।এইসাথে
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের ব্যক্তিগত উদ্যোগে ৩০ জন অভাতাভূক্ত বিধবার মাঝে ৩৬০ টি হাঁস বিতরণ করা হয়। এবং ইএসডিওর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই পুরস্কার দেয়া হয়। পরে তাদের তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।