পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মৃত দুই বোনই ঢাকায় থাকতেন। মৃত ২ জন ছাড়াও অন্য ৩ বোন পরিবারসহ ঢাকা গার্মেন্টসে থাকতো। আগামী শবেবরাত উপলক্ষে ছুটিতে এক সাথে ৫ বোন বাড়িতে বেড়াতে আসে। বোনরা সবাই মিলে দুপুরে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে গেলে এক সময় সুজনা পানির গভীরে চলে যায়। তাকে বাঁচাতে তার বোন সানজিদা এগিয়ে গেলে দু’জনেই নদীর পনির গভীরে চলে যায়। গোসল করতে আসা অন্যান্যরা চিৎকার করতে থাকে। আসে পাশে থাকা লোকজন ছুটে আসে নদিতে খুঁজাখুঁজির পর দু’জনকেই মৃত্যু হিসেবে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার এস আই খাজিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মারফত মৃতের পরিবারের কাছেই রয়েছে।