- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে নাগর নদী থেকে যুবকের লাস উদ্ধার
রাণীশংকৈলে নাগর নদী থেকে যুবকের লাস উদ্ধার
প্রকাশ: ২৬ জুন, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের গত (২৫ জুন শুক্রবার) উপজেলার শাহানাবাদ গ্রামের ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের ২৫০ মিটার পূর্ব দিকে নাগর নদীতে মেইন পিলার ৩৭২/৭ এ থেকে যুবকের ভেসে যাওয়া লাস উদ্ধার। মৃত ব্যাক্তি উপজেলার কাদিহাট ( পাটাগড়া বুকধিরপাড়) গ্রামের জব্বার আলীর ছেলে শাহজাহান (২৫)
পুলিশ ও স্থানীয় সুত্র মতে জানা গেছে, মৃত ব্যাক্তি গত ২৪ জুন তার নানির বাড়ি যাওয়ার জন্য সকাল ১১ টার দিকে বেড় হয়ে যায়। পরদিন ২৫ জুন বিকেলে তার লাস নাগর নদীতে ভেসে বেড়া অবস্থায় পুলিশ ও এলাকাবাসি মিলে উদ্ধার করে। লাসের পরিচয় না পেয়ে গন যোগাযোগ ফেসবুক মাধ্যমে তার ছবি আপলোড দেওয়া হয়। এরই প্রেক্ষিতে তার বাবা এসে শনাক্ত করে ছেলে আমার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, মৃত্যুর আসল ঘটনা এখনো জানা যায় নি। ভিকটিমের বাবা থানায় একটি অপমৃত্যু মানলা রুজু করেছে। এরই প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে ব্যাবস্তা নেওয়া হবে।
Please follow and like us:
20 20