- প্রচ্ছদ
-
- রংপুর
- রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযা নামাজ সম্পন্ন
রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযা নামাজ সম্পন্ন
প্রকাশ: ১১ জুন, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী’র বড়ভাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, এক সময়ের নামকরা ডিফেন্ডিং ফুটবলার, সিপিবি পার্টির সাবেক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, প্রগতি ক্লাবের প্রাক্তন সম্পাদক, বাশিস উপজেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সর্বোপরি একজন সহজ সরল নিরহংকারী আদর্শবান গুণী শিক্ষক জয়নাল আবেদীন গত শনিবার ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নানিল্লাহে—–রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তান, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।পরদিন রবিবার (১১ জুন) রাণীশংকৈল পাইলট স্কুল মাঠে জানাযা শেষে বড়বাড়ি কবর স্থানে দাফন করা হয়। মহুমের মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, সাবেক সাংসদ জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আকতারুল ইসলাম, আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, বিএনপি সভাপতি আতাউর রহমান, সিপিবি নেতা আব্দুল কুদ্দুশ,জাপা নেতা সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, বাশিস সভাপতি রুহুল আমিন, প্রাক্তন শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজস্ব ফেসবুক ওয়ালে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।
Please follow and like us:
20 20