মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।” মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” – এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ৪ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় পৌর শহরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এক উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই স্টেশন অফিসার নাছিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহেরুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাজেমান আলী।
এ ছাড়াও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা কার্যক্রমের বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরেন।পরে এ কর্মসূচির অংশ হিসেবে র ্যালি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।