উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও- ৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও সভায় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী, কর্মকর্তা,শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- সাংস্কৃতিক সংগঠক প্রভাষক প্রশান্ত বসাক,তথ্য ও পরিসংখ্যান কর্মকর্তা হালিমা বেগম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, এস আই মমিনুল ইসলাম ও সমাজসেবক আব্দুল খালেক।
বক্তার তাদের বক্তব্যে বেগম রোকেয়াকে “নারী জাগরণের অগ্রদূত” হিসেবে উল্লেখ করে নারীদের অগ্রগতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে সমাজ উন্নয়নে সফলতা অর্জনের জন্য ৫ জনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।