উদ্বোধক ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। প্রধান বক্তা ছিলেন, জেলা মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সভাপতি আশরাফ আলী বাটলা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’ লীগ সহ-সভাপতি মুক্তার আলম, আ’লীগ সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জাতীয়পার্টি ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান,পৌর আ’ লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- শ্রমিক নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরাসহ বক্তারা তাদের বক্তব্যে নূতন কমিটিকে স্বাগত জানিয়ে তাদের সংগঠনকে আরো সুশৃঙ্খল, শক্তিশালী ও জনসেবাধর্মি করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্টানটি ঞ্চালনা করেন মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সাবেক সাধারণ সম্পাদক রুস্তম আলী